খাসখবর মহামারী ডেস্ক : চট্টগ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে আরো একজনের মৃত্যু সংবাদ শোনালো জেলা সিভিল সার্জন কার্যালয়।
এনিয়ে চট্টগ্রামে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে করোনার বিষে। এর মধ্যে ২৯১ জন নগরের ও ১০৫ জন উপজেলার।
মঙ্গলবার (৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়, এতে বলা হয় সোমবার ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৯৪ জনের দেহে করোনা ভাইরাসের বিষ পাওয়া গেছে।
এদিন ২৪ ঘণ্টায় ২ হাজার ৫শ ৪০ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৪ জনের করোনা শনাক্তে চট্টগ্রামে মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৪২ হাজার। এখন পর্যন্ত এসংখ্যা গিয়ে ঠেকেছে ৪২ হাজার ৩শ ১ জনে। মোট আক্রান্তদের মধ্যে ৩৩ হাজার ৮২১ জন নগরের ও ৮ হাজার ৪৮০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
আরও জানা যায়, গতকাল সোমবার চট্টগ্রামের ৮টি ল্যাবে মোট শনাক্তদের মধ্যে নগরীতে ৪৩৯ জন এবং ৫৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ।
সোমবার চট্টগ্রামে করোনা নমুনা পরীক্ষার ল্যাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে শেভরন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে। এই ল্যাবে ২৭৯টি পরীক্ষায় ৯১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ২৯১টি নমুনা পরীক্ষায় ৯১ জনের ভাইরাস শনাক্ত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে।
এরপরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৬৬০ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জন, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২০৪ জনের করোনা টেস্ট করে ৭৪ জন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৪১ নমুনা পরীক্ষায় ৫৯ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪৭টি পরীক্ষায় ৫৬ জনের করোনা পাওয়া গেছে।
তাছাড়া আরটিআরএলে ৪৯ নমুনা পরীক্ষা করে ১৯ জন এবং আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনার বিষ পাওয়া গেছে। তবে এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
খখ/প্রিন্স