চসিকের ৫০ সিটের আইসোলেশন সেন্টার চালু

উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম

চিকিৎসা, সেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী,কোভিয,করোনা, আইসোলেশন সেন্টার,চসিক,মেয়র রেজাউল করিম

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে করোনা সংক্রমন অধিক হারে বৃদ্ধিতে করোনা রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আবারো আইসোলেশন সেন্টার চালু করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

thai foods

৫০ বেডের এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিতে আসা করোনা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ, অক্সিজেন সার্পোট, খাবারসহ সব ধররের প্রয়োজনীয় সুরক্ষা সেবা দেয়া হবে।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে আইসোলেশন সেন্টারটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।কোভিয,করোনা, আইসোলেশন সেন্টার,চসিক,মেয়র রেজাউল করিম

সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় গড়ে তোলা হয় এই আইসোলেশন সেন্টারটি। আগামী দু-এক দিনের মধ্যেই এ সেন্টারে রোগী ভর্তি শুরু করা হবে।

এসময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আইসোলেশন সেন্টারটিতে চিকিৎসা সেবা দিবেন ১৩ চিকিৎসকসহ মোট ৩৬ জন স্বাস্থ্যকর্মী। প্রয়োজন অনুসারে আরও বেড বাড়ানো হবে বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও আইসোলেশন সেন্টারের সমন্বয়কারী ডা. মো. মুজিবুল আলম চৌধুরী।

এর আগে দেশে করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধিতে চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা পেতে হাহাকারের মধ্যে চালু হয় ছোট-বড় ১০ টির অধিক আইসোলেশন সেন্টার। কিন্তু করোনা সংক্রমণ কমে যাওয়ায় একেএকে বন্ধ হয়ে যায় আল-মানাহিলের ১ টি ছাড়া বাকি সবগুলো।

খখ/প্রিন্স

আগেকরোনায় একদিনে দেশে সর্ব্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড
পরেকাল থেকে দেশের সব সিটিতেই গণপরিবহণ চলবে