(নখ থাক বা না থাক, তিনি রানিই– এমনই ঘোষণা আবেগপ্রবণ তরুণীর।)
খাসখবর লাইফস্টাইল ডেস্ক : নখ রেখে গ্ৰিনেজ বুকে নাম লিখিয়েছেন। হয়েছেন বিশ্বের দীর্ঘতম নখের অধিকারিণী।
শেষ পর্যন্ত তিন দশক ধরে অতি যত্মে রাখা হাতের নখ গুলো কেটে ফেললেন মার্কিন এই তরুণী। তিরিশ বছরে তার হাতের নখ বেড়ে হয়ে ছিল ২৪ ফুট লম্বা।
আগে বলা হতো-গোঁফ দিয়ে যায় চেনা! নাহ্! এক্ষেত্রে নখ দিয়ে যায় চেনা। তবে অচিরেই আর চেনা যাবে কি তাঁকে? তিনি আয়ানা উইলিয়ামস নামের এক মার্কিন তরুণী।
আয়ানা উইলিয়ামস গিনেস বুকে নিজের নাম তুলে ফেলেছিলেন কয়েকবছর আগেই। কেননা তিনি ছিলেন পৃথিবীর দীর্ঘতম নখের (nail) অধিকারিণী (Guinness World Records)! ক্রমে সেই নখ আরও বেড়েছে। কিন্তু অবশেষে তিনি কেটেই ফেললেন ঐতিহাসিক সেই নখ।
২০১৭ সালে আয়ানা উইলিয়ামস-এর হাতের নখের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট। এই কয়েক বছরে তা বেড়ে হয়েছিল ২৪ ফুট। কিন্তু দীর্ঘতম সেই হাতের নখে তিনি ইউএস -এর টেক্সাস শহরের ট্রিনিটি ভিস্তা ডার্মাটোলজিতে (Trinity Vista Dermatology) অবশেষে কেটেই ফেললেন।
এক ধরনের ইলেকট্রিক রোটারি টুল(electric rotary tool) দিয়ে এই নখ কাটা হল। তিরিশ বছরে এই প্রথম নখ কাটতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন মার্কিন তরুণী আয়ানা। সেই ১৯৯০ সাল থেকে তিনি নখ রাখছেন।
নখ কেটে তিনি বলেছেন, নখ থাকুক বা না থাকুক, আমি রানিই থাকব! তাঁর নখ কাটার ভিডিওটি ভাইরালও হয়েছে।
খখ/মোহন মিন্টু