ফের এক সপ্তাহের লকডাউনের চিন্তা করছে সরকার–ওবায়দুল কাদের

গণপরিবহন,ওবায়দুল কাদের,ঈদের আগেই

খাসখবর জাতীয় ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে ফের এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে ভাবছে সরকার।

thai foods

এমনি একটি আগাম বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। এর সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসিনতা।

এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

এদিকে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ শেষ হবে আগামী ১১ তারিখ। এর দুই দিন পর থেকেই চালু হতে পারে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন।

খখ/মো মি

আগে‘ঠোঁটে ঠোঁট রেখেছিল আমির, আজও ভুলতে পারিনি’-কারিশমা
পরেদেশে করোনায় আরো ৬৩ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ৭৪৬২