করোনায় মারা গেলেন চট্টগ্রামের সিনিয়র আইনজীবী

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের এক সিনিয়র আইনজীবী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

thai foods

আজ শনিবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনায় মৃত্যুবরণ করা আইজীবীর নাম মাহফুজ উল আলম।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আইনজীবী মাহফুজ উল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন।

তিনি তার পরিবারের বরাত দিয়ে বলেন,বিগত তিন সপ্তাহ আগে উনার (মাহফুজ) কোভিড পজিটিভ আসে।এর আগে থেকে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।

করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে গত ১৫ দিন ধরে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।মাঝে কিছুটা সুস্থ হলেও দুই-তিনদিন আগে আবার অবস্থার অবনতি হয়।

এরপর হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে রেকর্ডের দিনে ৫ মৃত্যু, শনাক্ত ছাড়াল ৪৪ হাজার
পরেচট্টগ্রামের জুবলি রোডে আগুনে পুড়ল দোকান