চলমান লকডাউন থাকবে ১২-১৩ এপ্রিল

করোনা,বাড়ল, লকডাউন

খাসখবর জাতীয় ডেস্ক : দেশে চলমান এক সপ্তাহের ‘লকডাউন’ শেষ হচ্ছে রবিবার রাত ১১টায়। তবে সময়সীমা বাড়িয়ে চলমান এ লকডাউন থাকবে আগামী সোম ও মঙ্গলবার পর্যন্ত।

thai foods

অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল বহাল থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রবিবার সকালে রাজধানীর সংসদ ভবনের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে আরো দুদিন।

এদিকে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ দিন থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গার্মেন্টস-কারখানা এমনকি সকল প্রকার গণপরিবহও তবে অ্যাম্বুলেন্স চলাচলে কোন বিধিনিষেধ নেই।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। গত সোমবার সকাল ৬টা থেকে ‘লকডাউন’ শুরু হয়।

৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

তবে শুরু থেকেই লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। শুক্রবার (৯ এপ্রিল) থেকে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা রাখার প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগের দিন বুধবার (৭ এপ্রিল) থেকে সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত দেয় সরকার।

গত শুক্রবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা জানান জানান।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে করোনার বিষে আরও ৯ জনের মৃত্যু-শনাক্ত ২২৮
পরেকালুরঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু