ভারতে একদিনেই দেড়লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত, মৃত্যু ৮৩৯

ভারত,করোনা,রেকর্ড,শনাক্ত,আক্রান্ত,মৃত্যু

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক : ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আক্রান্তের হার বাড়ার সাথে সাথে মৃত্যুর হারও বেড়ে চলেছে। এর মধ্যেই একদিনে করোনা শনাক্তের সব রেকর্ড ভাঙল ভারত।

thai foods

রবিবার (১১ এপ্রিল) এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার (১০ এপ্রিল) একদিনে দেশটিতে এক লাখ ৫২ হাজার ৮৯৭ জরে শরীরে নতুন করে করোনার বিষ ধরা পড়েছে। যা দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড।

এ ছাড়া নতুন শনাক্তের হার আগের দিনের তুলনায় পাঁচ শতাংশ বেশি। তার ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৩৩ লাখ। গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাতে মৃতের সংখ্যাও বেড়ে ১ লাখ ৬৯ হাজার হলো।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জনের। আগের দিনের তুলনায় যা ৭ হাজার ৪৯৫ জন বেশি এবং দৈনিক সংক্রমণের সর্বোচ্চ। সব মিলিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই মুহূর্তে পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জনে দাঁড়িয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যেভাবে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বেড়ে চলেছে, তাতে রবিবার (১১ এপ্রিল) থেকে আগামী ৪ দিন দেশে টিকা উৎসব’ পালনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কিন্তু কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় টিকা গ্ৰহিতার সংখ্যা কমেছে। শনিবার ৩৭ লাখ ৪০ হাজার ৮৯৮ জনকে ভেকসিন দেয়া হয়। সেই তুলনায় গত ২৪ ঘণ্টায় ৩৫ লাখ ১৯ হাজার ৯৮৭ জন ভেকসিন পেয়েছেন।

অর্থাৎ ২২ হাজার ৯১১ জনের তফাৎ রয়েছে। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১০ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার ১৪৭ জনকে করোনা ভেকসিন দেয়া হয়েছে।

এদিকে ভারতে টানা পাঁচ দিন এক লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। উদ্বেগজনকভাবে বাড়তে থাকা এই ভাইরাস প্রতিরোধে অনেক রাষ্ট্র রাত্রীকালীন কারফিউ জারি করেছে।

খখ/মোহন মিন্টু

আগেমালিকরাই ভাঙ্গবে হেলে পড়া ৫ তলা ভবন, রহস্যজট সিডিএ অনুমোদনে
পরেএকদিনও টেকেনি রেকর্ড : নতুন ৭৮ জনের মৃত্যুই দেশে সর্ব্বোচ্চ-শনাক্ত ৫৮১৯