খাসখবর ক্রীড়াঙ্গণ ডেস্ক : বাংলার বাঘিনীদের জয়রথ ছুটছেই। আরো একটি সেঞ্চরি আরো এক জয়। এবার ১১০ রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে হারিয়ে বাংলাদেশ পেল টানা চতুর্থ জয়।
পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ তে এগিয়ে বাংলাদেশ নারী ইমার্জিং দল। আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করা স্বাগতিক মেয়েরা। তবে করোনার কারণে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুর্দান্ত ব্যাটিংয়ে আড়াইশ রানের কাছাকাছি সংগ্রহ করে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। নিগার খেলেন ১৩২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস।
একই রান তিনি করেছিলেন দ্বিতীয় ওয়ানডেতেও। চল্লিশোর্ধ ইনিংসে অবদান রাখেন মুর্শিদা খাতুন (৪১) ও সোবহানা মোস্তারি (৪৫)।
চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারির সাথে গড়েন ৯৭ রানের জুটি। ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
২৩৭ রানের লক্ষ্য তাড়ায় ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে শুরুতেই ছিটকে পড়ে সাউথ আফ্রিকা। আনেকে বোসের ৬৩ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কেবল কিছুটা কমিয়েছে। শেষমেষ সফরকারীরা গুটিয়ে যায় ১২৬ রানে।
বড় পুঁজির ওপর দাঁড়িয়ে বল হাতে আলো ছড়ালেন ফাহিমা খাতুন। টাইগ্রেস লেগ স্পিনার ফাহিমা একাই নিয়েছেন চার উইকেট। দুটি উইকেট নিয়েছেন সালমা খাতুন। একটি করে উইকেট নিয়েছেন রিতু মনি, নাহিদা আক্তার ও লতা মন্ডল।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ : ৫০ ওভারে ২৩৬/৪ (শারমিন ১০, মুর্শিদা ৪১, নিগার ১০১* সোবহানা ৪৫, লতা ২৫*; অ্যান্ড্রুস ১/১৯, বানেটি ১/৪৫, জোন্স ১/৪০)।
দ.আফ্রিকা : (লক্ষ্য ২৩৭) ৪৬.৫ ওভারে ১২৬ (স্টেইন ১২, সাঙ্গাস ১১, বোস ৬৩, উইন্সটার ৯; সালমা ২/১৯, রিতু ১/১৫, নাহিদা ১/৩১, লতা ১/১৭, ফাহিমা ৪/২৯)।
ফল : বাংলাদেশ ১১০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : নিগার সুলতানা।
খখ/প্রিন্স