খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ওষুধের পাইকারি বাজার হাজারীগলিতে অভিযান চালিয়ে ৪ ফার্মেসীকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব ফার্মেসীকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান।
তিনি বলেন, চট্টগ্রামের বৃহৎ পাইকারি ওষুধের বাজার হাজারীগলিতে অভিযান পরিচালনার সময় কয়েকটি ফার্মেসীতে ব্যপক পরিমানে বিক্রয় নিষিদ্ধ, অননুমোদিত বিদেশী মিসব্র্যান্ডিং এবং ক্ষতিকারক শক্তিবর্ধক ঔষধসহ সরকারি ভাবে বিনামূল্যে বিতরণ যোগ্য ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়।
অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় নিউ ড্রাগ হাউসকে এক লক্ষ টাকা, এম মেডিকোকে ৬০ হাজার টাকা, গোপাল মেডিকেল হলকে ৮০ হাজার টাকা এবং প্রভাতী ড্রাগ হাউস কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তাছাড়া এসব ফার্মেসী থেকে বিপুল পরিমান ওষুধ জব্দ করা হয়,যা পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান।
খখ/প্রিন্স