লকডাউনে ব্যবসা করতে গিয়ে জরিমানা দিল ব্যবসায়ি

রাউজান,জরিমানা,মার্কেট,খোলা,দোকান,ব্যবসায়ি

খাসখবর গ্রামগঞ্জ ডেস্ক : সরকারে নির্দেশিত সর্বাত্মক লকডাউন উপেক্ষা করে রাউজানের ফকিরহাটের চৌধুরী মার্কেটে দোকান খুলে ব্যবসা করার অপরাধে জরিমানা গুনতে হয়েছে কয়েকজন ব্যবসায়িকে।

thai foods

মার্কেটে ভুতুরে পরিবেশ তৈরি করে বন্ধ দোকানের ভেতরে ব্যবসায় করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েন এসব ব্যবসায়িরা।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাউজানে লকডাউনে দ্বিতীয় দিনে যৌথ অভিযানটি পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথ অভিযানের নের্তৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এসময় রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণসহ থানা পুলিশের একটি টিম এবং আনাসার বাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, লকডাউন অমান্য করে মার্কেট খুলে কিছু দোকানদার ব্যবসা করছে গোপনে এমন তথ্য পেয়ে থানা পুলিশের একটি টিম সাথে অভিযান পরিচালনা করি।

এসময় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে এবং ফকির হাট বাজারের চৌধুরী মার্কেটে গিয়ে দেখা যায় মার্কেটে ভুতুরে পরিবেশ তৈরি করে ভেতরে বেশ কয়েকটি দোকান অর্ধেক খোলা রেখে ব্যবসা পরিচালনা করছে।

পরে এসব দোকানদারদের সড়ক পরিবহন আইন ও স্বাস্থ্য বিধি আইনে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে সরকারি নির্দেশনা মানাতে কঠোর অবস্থান নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোড়ে মোড়ে চেক পোষ্ট বসানো হয়েছে।

খখ/প্রিন্স

আগেবিশ্বের ৮০টিরও বেশি দেশে কোভিড ভ্যাকসিন দিয়েছে ভারত-মোদি
পরে২০ মে থেকে সামুদ্রিক মাছ ধরা নিষিদ্ধ-থাকবে ২৩ জুলাই পর্যন্ত