খাসখবর মহামারী ডেস্ক : দেশে আবারো বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টার মধ্যে সারাদেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪২৮০ জন।
বুধবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের দিনের চাইতে করোনায় মৃত্যু ৪ জন বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। যা আগের দিন ছিল ৯১ জনে। নতুন ৯৫ জনসহ দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে।
অন্যদিকে বিগত ২৪ ঘন্টায় নতুন করে এ ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৭ হাজার ৭২ জন। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।
এর আগে গত সোমবার (১৯ এপ্রিল) কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ ১১২ জন মারা যান। টানা চার দিন শতাধিক মৃত্যুর পর গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) ৯১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর।
চখ/প্রিন্স