নাচ দেখিয়ে অর্ন্তবাস খুলতে বলেছিল পরিচালক: প্রিয়াঙ্কা

প্রিয়াংকা চোপড়াকে নামি পরিচালক বলেছে অর্ন্তবাস খুলে দেখাও!'

খাসখবর বিনোদন ডেস্ক : পরের নামে নয়,বরং নিজের নামেই পরিচিত হতে চান ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হয়েছেন ও তাই। তবুও কিছু স্মৃতি পিছু ছাড়ে না প্রিয়াঙ্কার।

thai foods

এত সাফল্য দেখার পরেও, প্রিয়াঙ্কা ভুলতে পারেননি সেদিনটা। যখন বলিউডের এক নামি পরিচালক তাকে বলেছিল ,”অর্ন্তবাস খুলে দাও!”

অবশেষে পরিচালকের বিরুদ্ধে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সম্প্রতি তিনি জনপ্রিয় ‘অপরা উইনফ্রে’র শোতে এসে স্পষ্ট জানালেন, কীভাবে পরিচালক তাকে নোংরা মন্তব্য করেছিলেন৷ তিনি বলেন বলিউডের এক নামি পরিচালক, তাঁকে বলেছিল, ‘অর্ন্তবাস খুলে দেখাও!’

অপরা উইনফ্রের মুখোমুখি বসে নিজের জীবনের নানা দিক নিয়ে মন খুলে কথা বলেছেন সাবেক এ বিশ্ব সুন্দরী। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার দাবি, ওই পরিচালকের বিরুদ্ধে মুখ না খুলতে পারার আতঙ্ক তাঁকে আজও কষ্ট দেয়।

তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই মা আমাকে বলত, নিজের পায়ে দাঁড়াতে হবে। অর্থ উপার্জন করতে হবে। আমার কাছে নিজের পায়ে দাঁড়ানো বড় হয়ে উঠেছিল।

যখন বলিউডে পা দিই, তখন কাজের দিকেই পাখির চোখ থাকত। তাই প্রথম প্রথম কোনও কিছুতেই না করতাম না। তবে এর জন্য যে আমাকে নোংরা প্রস্তাব সহ্য করতে হবে, তা বুঝতে পারিনি।

আমাকে একবার এক পরিচালক অডিশনে বলেছিল, যৌন উত্তেজক নাচ করে আমাকে প্যান্টি খুলতে। সেটি বলা হয়েছিল ফিল্মের শ্যুটিং সেটে। আজ মনে হয়, সেদিন কেন প্রতিবাদ করিনি। কেন চুপচাপ সেখান থেকে বেরিয়ে এসেছিলাম।’

তবে কার বিরুদ্ধে প্রিয়াঙ্কার এই ভয়ানক অভিযোগ, সেই নাম তিনি সাক্ষাৎকারে বলেননি। অভিনেত্রীর দাবি, ওই ছবি আমি নাকোচ করে দিয়েছিলাম। এই ঘটনার পরই তিনি সেই পরিচালকের কখনও মুখোমুখি হননি জানিয়ে বললেন আমার বাবা-মা আমাকে কোনওদিন এই শিক্ষায় বড় করেননি।

প্রিয়াঙ্কা এখন বিশ্বের মুখ৷ একের পর বিদেশি ওয়েব সিরিজ, সিনেমা৷ অস্কারের মঞ্চ৷ প্রিয়াঙ্কা এখন গ্লোবাল নেম৷ নিক জোনাসের সঙ্গে ঘর বাঁধার পর তো এই জনপ্রিয়তা আরও বেড়েছে৷

খখ/প্রিন্স

আগেনারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে গ্রেফতার হল ২ ছিনতাইকারী
পরেবাচ্চারা ভাল নেই : ঈদ পর্যন্ত বাড়তে পারে শিক্ষাঙ্গণের ছুটি