করোনা : চট্টগ্রামে আরো এক মৃত্যু, দুইশর নিচে নামচে না শনাক্ত

চট্টগ্রাম করোনা আক্রান্ত শনাক্ত লাফ

খাসখবর মহামারী চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৩শ ৮৪ জন।

thai foods

এদিকে চলতি সপ্তাহে শুরু থেকে হঠাৎ বৃদ্ধি পাওয়া করোনা সংক্রমণে টানা পঞ্চম দিনের মতো দুই শতাধিক ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়েছে। যেন দুইশর নিচে নামচেই না শনাক্তের সংখ্যা।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বুধবার ২৪ ঘন্টায় চটটগ্রাম জেলায় এক হাজার ৮শ ৭২টি নমুনা পরীক্ষা করে ২০৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

এরমধ্যে ১শ ৭৪ জন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার এবং বাকি ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৮ হাজার ৫শ জনে। এদের মধ্যে ৩০ হাজার ৫শ ৩২ জন নগরীর এবং ৭ হাজার ৯শ ৬৮ জন বিভিন্ন উপজেলার।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (বুধবার) জেলার সবচেয়ে বেশি করোনা রোগীর পরীক্ষা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে। সেখানে ৯শ ৬৩টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পজেটিভি আসে।

এরপর নমুনা পরীক্ষায় এদিন দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়। এদিন এ ল্যাবে মোট ৪শ ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

বুধবার ২৪ ঘন্টায় ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে। ১০০ জনের নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা শনাক্ত হয়।

তাছাড়া বেসরকারি হাসপাতালের মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১শ ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৪টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন মাত্র ১ জন করোনা রোগী শনাক্ত হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। সেখানে চট্টগ্রামের ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

তবে বুধবার ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ল্যাবে কারো নমুনা পরীক্ষা হয়নি।

খখ/প্রিন্স

আগেচীনের হ্যাকারদের শতাধিক অ্যাকাউন্ট মুছে দিল ফেসবুক
পরেদৈনিক মানবকণ্ঠ’র প্রধান সম্পাদক জাকারিয়া চৌধুরীর ইন্তেকাল