সিনেমা প্যালেসে গাঁজাসহ নারী পুরুষ আটক

সিনেমা প্যালেসে গাঁজা নারী পুরুষ আটক

খাসখবর নগর ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা সিনেমা প্যালেস এলাকায় প্লাস্টিকের ব্যাগ ও ট্রাভেল ব্যাগে নিয়ে গাঁজা বিক্রির সময় এক নারীসহ দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

thai foods

দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোররাত আড়াইটার দিকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলা সদরের কলাতলী বাইট্ট্যা কালু সর্দার বাড়ির মো. জাফর আলমের ছেলে মো. সরওয়ার কামাল প্রকাশ কালু (২২) ও একই এলাকার মৃত গুরা মিয়ার মেয়ে মোছাম্মৎ রশিদা বেগম (৫৯)।

তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গোপন সংবাদে সিনেমা প্যালেস এলাকায় গাঁজা বিক্রির খবর পেয়ে অভিযানে যায় কোতোয়ালি থানার একটি টহল টিম।

এসময় পুলিশ দেখে পালাতে গেলে ধাওয়া করে এক নারী ও এক যুবককে পুলিশ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা বিক্রির জন্য সেখানে অবস্থা করার কথা স্বীকার করে।

পরে তাদের দেওয়া তথ্য মতে আটক কালুর ডান হাতে থাকা ১টি প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত ৩ প্যাকেটে ছয় কেজি এবং রশিদা বেগমের হাতে থাকা কাপড়ের ট্রাভেল ব্যাগ থেকে আরো চার কেজি গাঁজাসহ মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানার এসআই বাবলু পাল বাদী হয়ে মাদকদ্রব্য আইনে ১টি মামলা দায়ের করেছে।

খখ/প্রিন্স

আগেভারত থেকে আরো ১২ লাখ ডোজ করোনার টিকা আসছে কাল!
পরেপ্রকাশ হল মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম অংশ