খাসখবর জাতীয় ডেস্ক : আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথম অংশ ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের তালিকা প্রকাশ করেছে সরকার।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযুদ্ধার তালিকা প্রকাশ করা হয়েছে। ধাপে ধাপে আরো প্রকাশ করা হবে। এই ধাপে ১৯১ জন শহিদ বুদ্ধিজীবীর তালিকাও প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর এই ৫০ বছরে অন্তত ষষ্ঠ দফায় মুক্তিযোদ্ধাদের এ তালিকা প্রকাশ করা হচ্ছে। ইতোপূর্বে যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারা তাদের মতো করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে।
জানা গেছে, সারা দেশের নতুন আবেদন করা দেড় লাখ মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাইয়ে দেশের ৪৯১টি উপজেলা ও মহানগর কমিটির মধ্যে এখন পর্যন্ত ৪শর মতো কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। এখনো কমবেশি শতাধিক যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন পৌঁছেনি মন্ত্রণালয়ে।
খখ/প্রিন্স