খাসখবর ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন শ্রমিক নেতা মোহাম্মদ আবুল হোসেন।
একই সাথে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিও স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ১৪৪১) কাপ্তাই রাস্তার মাথা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন উন্নত বাংলাদেশ পেতাম না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তানের পরাধীনতা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। দেশ হয়েছে স্বাধীন। তাই বাংলাদেশ মানে বঙ্গবন্ধু,আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা যে যে অবস্থানে আছি সেখান থেকে দেশের জন্য কাজ করি, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
খখ/এমএম/প্রিন্স