খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে দুটি যাত্রীবাহি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত মাস বয়সী শিশু ও নারীসহ চার যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সাত মাস বয়সী শিশু আদৃশ সোম আয়ান, ২৫ বছর বয়সী যুবক মো. আকবর হোসেন, আবুল কালাম (৬৮) ও ডেইজি দত্ত (৩৫)।
তাছাড়া এ ঘটনায় আহত কয়েকজনের নাম পাওয়া গেছে তারা হলেন আবুল কালাম, মোহাম্মদ মুছা ও মো. গিয়াস। আহতদের মধ্যে দুজনকে স্থানীয় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে এবং অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম জানান, দুর্ঘটনায় আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মাহাবুব মিলকী জানান, রাঙামাটির চন্দ্রঘোনা এলাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকের সঙ্গে বালুগুট্টায় দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া বলেন, রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
খখ/প্রিন্স