খাসখবর মহামারী ডেস্ক : মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ৫ জনসহ দেশে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৪ জন পুরুষ ও ১৫ জন নারী আছেন।
গত ১৫ ডিসেম্বরের পর একদিনে এত বেশি মানুষ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি। ওই দিন ৪০ জন মারা গিয়েছিলেন।
বয়স বিবেচনায় ২৫ জন ষাটোর্ধ্ব, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী তিন জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন মারা গেছেন।
তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই মহামারিতে ৮ হাজার ৮৬৯ জনের মৃত্যু হলো।
তাছাড়া বিগত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬শ ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিন ধরে টানা সাড়ে তিন হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।
শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি আরটি-পিসিআর, জিন-এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে মোট ২২৪টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ২৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬৬৪টি। আক্রান্ত শনাক্ত হয় তিন হাজার ৬শ ৭৪ জনের দেহে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৯০ শতাংশ। গত ৭ ডিসেম্বরের পর একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে এত বেশি হারে সংক্রমণ শনাক্ত হয়নি। ওই দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ১৫ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে দু জন করে মৃত্যুবরণ করেছেন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
খখ/প্রিন্স