খাসখবর নির্বাচন ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াই করার জন্য প্রার্থীতা ফিরে পেয়েছেন যুবলীগ নেতা মো. ইদ্রিস আলম।
ফলে নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করেছে হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি মো. ইদ্রিস আলমকে পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন মো. আক্তার রসুল (মুরাদ)। জহুরুল ইসলামের পক্ষে মো. নাজমুল হুদা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি বিপুল বাগমার।
আদালত থেকে মো. ইদ্রিস আলমের মেয়র পদে প্রার্থীতা বৈধ ঘোষণার তথ্যটি নিশ্চিত করেন আইনজীবী মো. আক্তার রসুল (মুরাদ)।
এর আগে গত ১৯ মার্চ প্রার্থী আয়কর রিটার্নিংয়ের প্রাপ্তিতা স্বীকার ও শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় মো. ইদ্রিস আলমের প্রার্থিতা করেন রিটার্নিং কর্মকর্তা।
একই দিন ঋণখেলাপির অভিযোগে পৌরসভার অপর স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র আবুল কালাম আবুর প্রার্থীতাও বাতিল হলে নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে ২১ মার্চ আপিল করেন মো. ইদ্রিস আলম। তার আপিলের শুনানি নিয়ে ২৩ মার্চ জেলা রিটার্নিং কর্মকর্তা সেটি খারিজ করে দেয়। এরপর হাইকোর্টে আবেদন করে মো. ইদ্রিস আলম।
উল্লেখ্য : আগ্রামী ১১ এপ্রিল চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে গত ৭ মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে অংশ গ্রহণ করতে মেয়র পদে তিন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।
এতে দুজনের প্রার্থীতা বাতিল ঘোষণা করায় নৌকা প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হন মো. জহুরুল ইসলাম জহুর বিনাপ্রতিদ্বন্ধীতায় মেয়র নির্বাচিত হন।
খখ/প্রিন্স