খাসখবর মহামারী ডেস্ক : কয়েক দিন ধরে দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে। এক বছর আগের পুরনো সব পরিসংখ্যানকে পেছনে ফেলে চলতি মাসেই একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে দেশের একদিনের করোনা শনাক্তে। সম্প্রতি টানা সংক্রমণ শনাক্ত হচ্ছে ৫ হাজারের বেশি।
দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে।
এ সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৫৯ জনের। এখন পর্যন্ত একদিনে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, গত ৩০ জুন দেশে করোনা সংক্রমণ নিয়ে ৬৪ জন মারা গিয়েছিলেন।
দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। সেদিন একজনের মৃত্যুর তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে। গতকাল বুধবারই (৩১ মার্চ) দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৫২ জন। আজ ৭ জন বেড়ে মৃত্যুর সংখ্যা ৫৯।
গত টানা দুদিনসহ করোনা সংক্রমণ নিয়ে একদিনে ৫০-এর বেশি মৃত্যুই হয়েছে মোট আট দিন। এরই মধ্যে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার অতিক্রম করেছে। এখন পর্যন্ত ৯ হাজার ৪৬ জন মারা গেছেন এই ভাইরাসের সংক্রমণ নিয়ে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত বৃহস্পতিবারের (১ এপ্রিল) বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় ২২৬টি ল্যাবে ২৮ হাজার ১৯৮ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৯৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.১৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন। সুস্থতার হার ৮৮.২১ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ৫৯ জনের মধ্যে ৩৫ পুরুষ ও ২৪ নারী রয়েছেন। বয়স বিবেচনায় তাদের মধ্যে বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব চার, চল্লিশোর্ধ্ব ১১, পঞ্চাশোর্ধ্ব ১৩ ও ষাটোর্ধ্ব ৩০ জন।
বিভাগ অনুযায়ী, ঢাকায় ৪০, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২, খুলনায় ৪, বরিশালে ১, সিলেটে ৫ ও রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে।
খখ/প্রিন্স