রবি শাস্ত্রী ও অমৃতা সিং’র অজানা প্রেম কাহিনী!

সম্পর্ক ভাঙ্গল এনগেজমেন্টের পর

রবি শাস্ত্রী, অমৃতা সিং, প্রেম কাহিনী, সাইফ আলী খান,সারা খান

খাসখবর বিনোদন ডেস্ক : রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেটের এক সফলতম নাম। তিনি ৪ দশক ধরে ভারতীয় ক্রিকেটে সফলতা কাহিনীই লিখে গেছেন। তিনি ছিলেন একাধারে ক্রিকেটার, অধিনায়ক ও কোচ।

thai foods

অপর দিকে,আশির দশকের জনপ্রিয় নায়িকা অমৃতা সিংও ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বলতম নাম। তিনিও ভারতীয় চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন দুদশক। বর্তমান প্রজন্ম উত্তরসূরীদের সুবাদে তাদের নাম জানলেও রবি শাস্ত্রী-অমৃতা সিং এর প্রেম কাহিনী অনেকের কাছে অজানা।

সেসময় (আশির দশকে শুরু তে) অনিন্দ্য সুন্দরী অমৃতা সিং ও সুদর্শন রবি শাস্ত্রীর প্রেম চলছে দুর্বার গতিতে।

১৯৮১ সালে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় রবি শাস্ত্রীর। আশির দশক তার ক্যারিয়ারের স্বর্ণযুগ। অন্যদিকে, সেসময় বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করছেন অমৃতা সিং।

বেশ কয়েক বছর তাদের প্রেম গোপন ছিল। পরে তা প্রকাশ্যে আসে ১৯৮৬ সালে। সেবছর ভারতের একটি জনপ্রিয় ফিল্ম পত্রিকার প্রচ্ছদে দু’জনের অন্তরঙ্গ ছবি দেখা যায়। জনসমক্ষে আসে তাদের সম্পর্ক।

ক্রিকেট ও বিনোদন, দুই মহলই নিশ্চিত ছিল তাদের বিয়ে নিয়ে। এমনকী তাদের নাকি এনগেজমেন্টও হয়ে গিয়েছিলো কিন্তু এরপরেও ভেঙে যায় তাদের সম্পর্ক। এক প্রতিবেদনে এখবর জানিয়েছিল আনন্দবাজার পত্রিকা।

কেন ভেঙে গেল রবি শাস্ত্রী-অমৃতা সিংয়ের প্রেম?

তাদের সম্পর্ক ভাঙার আগে এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী জানিয়েছিলেন, তিনি চান তার স্ত্রী গৃহবধূ হবেন। ব্যস্ত থাকবেন শুধুই ঘর-সংসার নিয়ে।

অন্যদিকে অমৃতা জানিয়েছিলেন, তিনি সেই মুহূর্তে ক্যারিয়ার নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন। তবে আরও কয়েক বছর পরে গৃহবধূ হয়ে যেতে তার আপত্তি নেই। ধারণা করা হয়, এই কারণেই ভেঙে গিয়েছিল রবি শাস্ত্রী ও অমৃতার সম্পর্ক।

পরবর্তীতে, অমৃতার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসে ১৯৯০ সালে রবি শাস্ত্রী বিয়ে করেন ঋতু সিংকে। আর তারপরের বছরই বয়সে ১২ বছরের ছোট সাইফ আলি খানের গলায় মালা পরান অমৃতা সিং।

সাঈফ আলী খান-অমৃতা সিং এর বিয়েও বেশি দিন টিকেনি। এ দম্পতির ১ ছেলে, ১মেয়ের মধ্যে সারা আলী খান মা বাবার মতো বলিউড দাপাচ্ছেন।

খখ/মোহন মিন্টু

আগেদেশে অর্ধশত মৃত্যুর দিনেও শনাক্তের রেকর্ড : সর্ব্বোচ্চ নমুনা পরীক্ষা
পরেঅবশেষে টেস্ট স্ট্যাটাস পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল