খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: এস আলম গ্রুপের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিতর্কের অবসান ঘটাতে তিনি সংবাদ সম্মেলন করে দুঃখপ্রকাশ করেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, জানা ছিল না এটা এস আলমের গাড়ি। চেক করার সুযোগ ছিল না। এই খবরের বিভ্রান্তি ছড়িয়েছে। তারপরও আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখপ্রকাশ করছি।
এস আলম গ্রুপসহ শেখ হাসিনা সরকারের অন্যায়-অপকর্মের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদের কর্মকাণ্ড প্রকাশেরও আহ্বান জানান সালাহউদ্দিন।
খখ/মো মি