সদরঘাট নৌ থানার অভিযান: ১২০০ লিটার ডিজেল জব্দ, ২ পাচারকারী গ্রেফতার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে একলক্ষ এিশ হাজার আটশত টাকা মূল্যে ১২০০ লিটার ডিজেল তেল জব্দ করেছে। ডিজেল তেল পাচার কাজে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে।

thai foods

গত ২ মে মধ্য রাতে বাকলিয়া থানাধীন চাক্তাই খালের মোহনায় কর্নফুলি নদী থেকে ১২০০ লিটার ডিজেল ভর্তি ইন্জিন চালিত কাঠের নৌকাটি আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাকিব হাসান (২২) ও মোঃ রাব্বি (২১)। উভয়ের বাড়ি যথাক্রমে চট্টগ্রাম জেলার পটিয়া ও কর্ণফুলী থানার।

এবিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান, তেল পাচারকারী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ‘টিম সদরঘাট নৌ থানা’ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি ইন্জিন চালিত কাঠের নৌকা আটক করে। আটককৃত নৌকা থেকে ১২টি ডাম ভর্তি ১২০০ লিটার পাচারকৃত ডিজেল তেল (যার মুল্য অনুমান একলক্ষ এিশ হাজার আটশত টাকা) জব্দ করা হয়। এসময় ডিজেল তেল পাচার কাজে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান ও রাব্বি নামের ২ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

খখ/মো মি

আগেজোরারগঞ্জ থানা পুলিশের অভিযান: ৬০ হাজার টাকার গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেফতার
পরেকোতোয়ালী থানা পুলিশের অভিযান: ৬৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১