কোতোয়ালী থানা পুলিশের অভিযান: ৬৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান হতে ৬৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কাভার্ডভ্যানের হেলপারকে গ্রেফতার করেছে।

thai foods

আজ ৩ মে বিকাল সাড়ে ৫ টার সময় কোতোয়ালী থানাধীন বাংলাদেশ রেলওয়ে পলেগ্রাউন্ড জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আসামী কাভার্ডভ্যানের হেলপার
মোঃ তৈয়বুর রহমান ইমন (২০), কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল, মাশু ড্রাইভারের বাড়ীর মোঃ হোসেন প্র. মাশু ড্রাইভারের ছেলে।

এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ ৩ মে (শুক্রবার) বিকেলে সাড়ে পাঁচটার দিকে রেলওয়ে পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ কাভার্ডভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যানের হেলপার মো. তৈয়বুর রহমান ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কাভার্ডভ্যানের চালক মো. করিম কৌশলে পালিয়ে যায়। এব্যাপারে হেলপার ও চালকের বিরুদ্ধে কোতোয়ালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন সিআরবি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই রনি তালুকদার।

খখ/মো মি

আগেসদরঘাট নৌ থানার অভিযান: ১২০০ লিটার ডিজেল জব্দ, ২ পাচারকারী গ্রেফতার
পরেপতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ২