খাসখবর মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক (৩০) কে চাঁদাবাজি মামলায় দুই সহযোগী সহ গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধায় বড়তাকিয়া আবুতোরাব সড়কের গ্যাস সাব স্টেশন এলাকা থেকে তাদের আটক করে হাজতে পাঠায়। আটককৃত অপর দুজন হলেন সুব্রত (২৫) ও মোমিন (২৬)।
এর আগে ওমর ফারুক (৩০)কে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন মায়ানি ইউনিয়নের ফজলুল করিম। (মামলা নং ১৭/৪৮)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার করতে থানার এস আই মহিউদ্দিন মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যায়।
মঙ্গলবার সন্ধ্যার দিকে মামলার প্রধান আসামি মো. ওমর ফারুককে তার দুই সহযোগীসহ আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে জানালেন ওসি।
খখ/আশরাফ/প্রিন্স