বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মূহুর্তে নয়। বিয়ে করবেন আগামী গ্ৰীষ্ম মাসে। দুই বছর আগে মা হওয়ার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। দেশটিতে গ্রীষ্মকাল আসে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ে।

thai foods

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের কোস্ট রেডিওর সঙ্গে আলাপকালে জেসিন্ডা বলেন, তিনি এবং তার সঙ্গী টেলিভিশন ব্যক্তিত্ব ক্লার্ক গেফোর্ড বিয়ের জন্য একটা দিন ঠিক করেছেন। সে অনুযায়ী বিয়ের প্রস্তুতি চলছে।

জেসিন্ডা আর্ডার্ন বলেন, বিয়েটা চিরাচরিত নিয়মে হবে, ‘এই বয়সে ধুমধাম করে বিয়ে করাটা ভালো দেখায় না। আমি ভাবছি আমাদের সম্ভবত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো উচিত।’ অবশ্য ঘটা করে বিয়ে না করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

২০১৭ সালে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জেসিন্ডা। ৪০ বছর বয়সী জেসিন্ডা এবং ৪৪ বছর বয়সী ক্লার্ক ২০১৯ সালের ইস্টার হলিডেতে বাগদান সারেন। তাদের দু’বছরের একটি মেয়ে রয়েছে দু’বছর বয়সের।

খখ/মো মি

আগেত্বক ও চুলের যত্নে ভাতের মাড়! জেনে নিন উপকারিতা
পরেজীবনের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি না যাওয়ায় পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার