খাসখবর বিনোদন ডেস্ক : কে এই তনুশ্রী দত্ত? এক সময়ে ইমরান হাশমির বিপরীতে আশিক বানায়া আপনে’ ছবিতে অভিনয় করে বলিউডে রীতিমতো আলোড়ন তৈরি করা গ্ল্যামারাস এই অভিনেত্রীই তনুশ্রী দত্ত।
বাঙালি এই অভিনেত্রী তখন সবাইকে মুগ্ধ করেছিলেন আকর্ষণীয় ফিগার ও অভিনয় গুনে। এতো আলোড়নের পর ও বলিউডের যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি তনুশ্রীর। কিছুদিনের মধ্যেই যেন হারিয়ে যান তিনি।
আবার ২০১৮ সালে প্রকাশ্য আসেন, তবে কোন কামব্যাক ছবিতে নয়। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে মিটু অভিযোগ নিয়েই ফের দর্শকদের সামনে আসেন তিনি। তবে ততদিনে অনেকটা বদলে গিয়েছে তনুশ্রীর চেহারা। দেহে জমেছে মেদ।
কিন্তু সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন তনুশ্রী দত্ত। যা দেখে অবাক নেটিজেনরা। ঠিক যেন ২০০৭ সালের চেহারায় ফিরে গিয়েছেন তনুশ্রী। মেদ ঝরিয়ে ফেলেছেন অনেকটাই।
না! তবে হঠাৎ নয় এর জন্য প্রচুর পোহাতে হয়েছে কাঠ-খড়- দাবি তনুশ্রীর। গত সপ্তাহে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সেখানেই তাকে দেখে তার ভক্তরা হয়েছেন মুগ্ধ।
এই বদলে যাওয়া সম্পর্কে তনুশ্রী বলেছেন,মানুষ ভাবছে হঠাৎ করে হয়েছে,কোন কিছুই হঠাৎ করে হয় না। আমি ২০১৯’র সেপ্টেম্বর থেকে ওজন কমানোর জন্য শরীর চর্চা করছি। আর এই ১৮ মাসে আমি ১৮ কেজি ওজন কমিয়েছি কঠোর পরিশ্রম করেই।
ওজন কমাতে গিয়ে তনুশ্রী দত্ত এসময়ে নানা পদ্ধতি অবলম্বন করেছিল। ২০১৯ এ উজ্জয়িনের একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তনুশ্রী। তারপরেই তিনি স্থির করেন যে ওজন কমানোর জন্য পরিশ্রম করবেন।
তিনি বলেছেন, তারপর থেকে আমি প্রতি সোমবার উপোস করা শুরু করি। আমার শরীর হালকা লাগতে শুরু করে এবং আমি শরীর চর্চা শুরু করি। যখন দেখলাম আমার ওজন কমছে তখন আমি একজন ট্রেনারের সাহায্য নিই। তারপর ডায়েট শুরু করি।এই সময়ে কার্ব-যুক্ত খাবার আমি কমিয়ে দিই। চিনি, গ্লুটেন যুক্ত খাবারও মুখে নেইনি।
তবে তার বদলে সু্প, সালাত আর জুস খাওয়া শুরু করি। সপ্তাহে একদিন অবশ্য চিট ডে অর্থাৎ নিজের ইচ্ছে মতো খাওয়ার খেতেন। এক্ষেত্রে ওয়েট,ট্রেনিং, যোগব্যায়াম,সাঁতার,নাচ ইত্যাদির মাধ্যমে ওজন কমে আমার।
তনুশ্রী আরো জানান,যখন ওয়ার্কআউট শুরু করি তখন ওজন ছিল আমার ৮০কেজি। এখন সেটা এসে দাঁড়িয়েছে ৬২কেজিতে।
তনুশ্রী বলেছেন,শুধু ওজন কমানো নয়। মানুষ যেটা দেখতে পাচ্ছে না সেটা হলো আমার মধ্যে এনার্জি বেড়েছে।এমন বদল দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি অভিনয়ে ফিরতে চলেছেন তনুশ্রী দত্ত!
অভিনেত্রী বলছেন, ২০১৯ সালের আগস্ট পর্যন্ত আমি আমেরিকায় ছিলাম। জানতাম না আমি ফিরতে চাই কি-না। আমার নিজের ওজন নিয়ে সেরকম কোন সমস্যা ছিল না আমি ভালোভাবে পোশাক পরি তাই দেখতেও ভাল লাগত। তাই ওজন কমানোর ইচ্ছেও ছিলনা। কিন্তু ভারতে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং শুরু হয়।
দশ বছর আগে আমাকে দেখতে কেমন লাগত তা নিয়ে তুলবনা চলে।আমার ওজন নিয়ে নানা রকমের কথা হয়,মন্তব্য করে।তবে ওজন বেশি হলেও আমাকে দেখতে খারাপ লাগে না ভালই লাগত। নিজের চেহারার যেকোনো গড়নেই আমি ভালো ছিলাম।
অর্থাৎ এতেই আন্দাজ করা যায় খুব শীঘ্রই আবার বলিউডের রুপালি পর্দায় দেখা যেতে পারে তনুশ্রী দত্তকে। নানা সূত্র বলছে,বেশ কয়েকটি ছবির পরিচালকের সঙ্গেও তার কথাবার্তা হয়েছে। প্রযোজকদের সম্মতিতেই ছবির শুটিং শুরু হবে শীঘ্রই।
খখ/এমএম/প্রিন্স