আরো একবার ছয় বলে ছয় ছক্কা দেখল ক্রিকেট বিশ্ব

ছয় ছক্কা রেকর্ড থিসারা পেরেরা

খাসখবর ক্রীড়াঙ্গণ ডেস্ক : আবার এক ওভারে ছয় ছক্কা। এবার তা হয়েছে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের মেজর ক্লাব টুর্নামেন্টে।

thai foods

রবিবার রাতে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন অলরাউন্ডার থিসারা পেরেরা।

রেকর্ডটা চমক জাগানিয়া, তবে এর আগে অনেকেই এমন রেকর্ড গড়েছিলেন। স্যার গারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, অ্যালেক্স হেলস, রস হোয়াইটলি, হজরতউল্লাহ জাজাই’র ছাড়াও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন লিও কার্টার।

আবারো ছয় বলে ছয়টি ছক্কা দেখতে পেয়েছে ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কান আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

জানা গেছে, ৩৭.৪ ওভারে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে নামেন পেরেরা। তখন ইনিংসের ২০ বল বাকি ছিল। ইনিংসের শেষ ওভারে ডান-হাতি অফ-স্পিনার দিলহান কোরির ছয় বলে ছয় ছক্কা মারেন পেরেরা।

৮ ছক্কায় মাত্র ১৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দলটির পক্ষে আসান বান্দিকা ১২৪ ও হামিশা লিয়ানাগে অপরাজিত ১০১ রান করেন। পেরেরার দল তিন উইকেটে ৩১৮ রান করে।

বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে হারের মুখেই ছিল অ্যাথলেটিক ক্লাব। ১৭ ওভারে ছয় উইকেটে ৭৩ রান তুলেছিল তারা।

খখ/প্রিন্স

আগেলন্ডনে শ্বশুর-শাশুরিকে নিয়ে হোলি উদযাপন প্রিয়াঙ্কার
পরেদুধ দিয়ে ত্বকের ৫ সমস্যার যত্ন নিন