গরমে ফ্রেশ থাকতে চান? ব্যবহার করুন সুগন্ধি!

গরমে সুগন্ধি ফ্রেশ স্বস্থি

খাসখবর লাইফস্টাইল ডেস্ক : এমনিতে প্রচন্ড গরম। বাইরে বের হলেতো কথাই নেই। গরমে ঘামে-ধুলায় খুবই বিশ্রী অবস্থা। স্বস্তি যেন নাই বললেই হয়। বাইরে গেলে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে অবশ্যই পারফিউম বা সুগন্ধি ব্যবহার করতে হবে।

thai foods

সুগন্ধি বেশি সময় স্থায়ী করতে যা করবেন জেনে নিন :

(ক) গোসলের পর শরীরের লোমকূপের ছিদ্রগুলো প্রসারিত হয়। এসময় সুগন্ধি ব্যবহারে অনেক বেশি সময় স্থায়ী হবে

(খ) পোশাক পরার পর পারফিউম ব্যবহার করবেন।

(গ) কবজির ভেতর দিক, ঘাড়ের পাশ, নাভির নিচ, হাঁটুর পেছনের স্থানগুলো উষ্ণ, তাই এখানে পারফিউম লাগালে গন্ধ অনেকক্ষণ থাকে।

(ঘ) পারফিউম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধি লাগিয়েছেন তার ওপর নন-সেন্টেড ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

(উ) চুলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে। প্রয়োজনে হেয়ার ব্রাশে পারফিউম স্প্রে করে নিন। সেই ব্রাশ দিয়ে চুল আচড়ে নিন।

পুরুষের জন্য বস, ডাভিডফ, ওয়ান মিলিয়ন, অবসেশন আকুয়া ডি জিও ভালো হবে। এছাড়া নারীরা অ্যাম্বার, ভেনিলা এবং সিনামন জাতীয় সুগন্ধিগুলো ব্যবহার করতে পারেন।

কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ডের পারফিউম নিন। ভালো ব্র্যান্ডের একটি পারফিউমের দাম দুই হাজার থেকে শুরু। অন্ধকার, ঠাণ্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ অনেকদিন পর্যন্ত পরিবর্তন হবে না।

খখ/মো মি

আগেমিস ইউনিভার্স বাংলাদেশ হলেন মিথিলা!
পরেচট্টগ্রামে করোনায় একদিনের ব্যবধানে শনাক্ত কমলেও মৃত্যু ৪ গুন