খাসখবর বিনোদন ডেস্ক : এবার করোনার থাবায় জীবন বিপন্ন হলো দেশীয় শোবিজ-এর একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ কায়নাত।
সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ফরাজী হাসপাতালে তিনি মারা যান।
গনমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা ও মাসুদ কায়নাতের ঘনিষ্ঠ বন্ধু মনিরুল ইসলাম সোহেল।
তিনি বলেন, সপ্তাহ খানেক আগে মাসুদ কায়নাতের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাসায় চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। জানা মতে তার বড় কোনো রোগ ছিল না।
সোহেল আরও জানান, সোমবার রাতেই কায়নাতের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মাসুদ কায়নাত একাধারে ছিলেন নাট্য নির্মাতা, চলচ্চিত্র পরিচালক বিজ্ঞাপন নির্মাতা। ‘বেইলী রোড’ সিনেমা পরিচালনা করে মাসুদ কায়নাত চলচ্চিত্র বোদ্ধাদের নজর কাড়েন।
হাজারেরও উপরে বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। চলচ্চিত্র ও নাট্যনির্মাতা হিসেবেও তার রয়়েছে পরিচিতি। নিজের লেখা গল্পে তার একমাত্র পরিচালিত চলচ্চিত্র ‘বেইলী রোড’।
এই চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনেতা নিলয় ও চিত্রনায়িকা আঁচলের বড় পর্দায় ঘটে অভিষেক ।
খখ/মো মি