এসএসসির ফরম পূরণের সময় সীমা বাড়ছে

এসএসসির, ফরম পূরণের, সময় সীমা, বাড়ছে

খাসখবর শিক্ষাঙ্গন ডেস্ক : করোনাভাইরাস নিয়ন্ত্রণে শুরু হওয়া ‘লকডাউন’–এর কারণে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। লকডাউন শেষে এই সময় বাড়ানো হবে।

thai foods

গত ১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে, যা ৭ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। এ অবস্থায় (৫ এপ্রিল) সোমবার থেকেই সারা দেশে লকডাউন শুরু হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, লকডাউনের কারণে কেউ যাতে সমস্যায় না পড়ে, সেটি বিবেচনা করেই সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সময় বাড়ানো হলেও শিক্ষার্থীদের বিলম্ব ফি দিতে হবে না। নির্ধারিত ফি দিয়েই ফরম পূরণ করা যাবে।

খখ/মো মি

আগেসালথায় ইউএনও-এসি ল্যান্ডের গাড়িতে আগুন, থানা ঘেরাও-আহত ৩০
পরেজীবন মৃত্যুর সন্ধিক্ষণে নায়ক ফারুক