চট্টগ্রামে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

ইয়াবা,নগর গোয়েন্দা পুলিশ, গ্রেফতার,ডবলমুরিং,কোতোয়ালি,মাদক

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

thai foods

সোমবার রাতে নগরীর ডবলমুরিং থানা ধনিয়ালাপাড়া এবং কোতোয়ালি থানাস্থ সিআরবি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, মো. খোরশেদ আলম (৪২), মো. আরমান আলী (৪৬) ও মো. আবদুর রহিম প্রকাশ আমির হামজা (২১)।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে নগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

সোমবার রাতে নগরের সিআরবি এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা খোরশেদ আলমকে গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বললেন মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ।

অপর অভিযানের বিষয়ে মহানগর পুলিশের গোয়েন্দা (বন্দর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইয়াসির আরাফাত বলেন, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দ্যেশে ধনিয়ালাপাড়ায় অবস্থান করছে গোপন তথ্যে অভিযান চালানো হয়।

এসময় ১০ হাজার পিস ইয়াবাসহ আরমান ও আবদুর রহিমকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশের টিম। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

খখ/প্রিন্স

আগেকওমিসহ সব মাদ্রাসা বন্ধের নির্দেশ : আওতার বাইরে এতিমখানা
পরেফেসবুক স্ট্যাটাসে কাল হল সীতাকুণ্ডের দুই ছাত্রলীগ নেতার!