দেশে সংক্রমণের নতুন রেকর্ড ৭৬২৬, একদিনে মৃত্যু ৬৩ জন

করোনা আক্রান্ত দেশে শনাক্ত বাড়ছে ভাইরাস মহামারি

খাসখবর মহামারী ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া টানা চতুর্থ দিনের মতো সাত হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হওয়ার পাশাপাশি সংক্রমণের রেকর্ড ভেঙেছে এদিন।

thai foods

গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, করোনাকালে দেশে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগের ৭ হাজার ২১৩ জনের শনাক্তই ছিল সর্ব্বোচ্চ।

বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

তাছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৬৩ জন। এই সংখ্যা এখন পর্যন্ত দেশে একদিনে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ।

এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর হার ১ দশমিক ৪৩।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এ নিয়ে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯ শতাংশ।

খখ/প্রিন্স

আগেগণপরিবহণে নৈরাজ্য ঠেকাতে মাঠে ম্যাজিস্ট্রেট, ৬ চালক দিল জরিমানা
পরে‘আগুন নিয়ে খেলবেন না’-ওবায়দুল কাদের