খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হালিশহর থানা এলাকায় নগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। একই সাথে চোরাই গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
হালিশহর থানার মইন্নাপাড়া আইকন টাওয়ার থেকে তাদেরকে গ্রেফতার করে সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল (৩০), মো. ইব্রাহিম (৩৪) ও মো. সিরাজ (৪০)।
তথ্যটি নিশ্চিত করেছেন সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ। তিনি বলেন গ্রেফতার তিনজনই গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য।
মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চোরদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের টিম। এসময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চোরাই একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স