খাসখবর জাতীয় ডেস্ক : ধর্মপ্রান মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে রাষ্ট্র বিরোধী তৎপরতার অভিযোগ ছিল দীর্ঘ দিনের। একবার তাকে গ্রেফতারও করা হয়েছিল কিন্তু বেশি সময় আটকে রাখা যায়নি।
রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে ফের আটক করা হয়েছে।
বুধবার (৭ মার্চ) নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামকে পুলিশি হেফাজতে নিয়েছিল। পরে আবার ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক।
খখ/মো মি