খাসখবর বাঁশখালী ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুঁড়ে ছাই হল ৪টি বসতঘর। আজ বুধবার ভোরে উপজেলার গন্ডামারা ইউনিয়নের নোয়াপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
তথ্যটি নিশ্চিত করে বাঁশখালী ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান আবিদ হাসান বলেন, ভোর চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছানোর জন্য রওনা দেন।
তবে এলাকাটি দুর্গম হওয়ায় গাড়ি পৌঁছাতে একটু সময় লাগে। পরে স্থানীয়দের সহায়তায় সেচ মেশিন এবং ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগেই মোস্তাক আহমদ, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ছাদেক ও হাজী মোহাম্মদ শামছুল আলমের বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
খখ/প্রিন্স