ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে বিজেপি প্রার্থী শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

বিজেপি, প্রার্থী,শ্রাবন্তী চট্টোপাধ্যায়,মামলা

খাসখবর বিনোদন ডেস্ক : চতুর্থ দফায় বেহালা পশ্চিমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল। তার আগেই বিজেপির প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রোড শো ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা।

thai foods

রোড-শোতে যোগ দেয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। অনুমতি সংক্রান্ত জটিলতায় তা বাতিল হলে প্রতিবাদে প্রথমে থানা ঘেরাও, পরে বিনা অনুমতিতে এলাকায় মিছিল।

সবমিলিয়ে পর্ণশ্রী থানায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবারই বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।

পুলিশি অনুমতি না নিয়ে রোড শো করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জিনিউজের সংবাদে জানা যায়, এদিন বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী পায়েল সরকার ও শ্রাবন্তী চ্যাটার্জির সমর্থনে এলাকায় রোড-শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর।

প্রশাসনের অনুমতি না পেয়ে শেষপর্যন্ত বাতিল হয় রোড-শো-টি। পরে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণার জন্য অনুমতি চেয়েও পুলিশ রাজি হয়নি। পরে এর প্রতিবাদ জানাতে গিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পর্ণশ্রীর থানার সামনে জমায়েত হন বিজেপি সমর্থকরা। এসময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা হয়।

পুলিশের দাবি, ভোটের ৪৮ ঘণ্টা আগে এ ধরনের বড় রোড শো করতে গেলে নির্বাচনের বিধি মেনেই তা করতে হয়। অন্য একটি রাজনৈতিক দল এদিন সকালে ওই সময়ই ওই রুটেই পথসভার অনুমতি নিয়েছিল। ফলে দু’টি দলকে একই সঙ্গে কোনোভাবেই অনুমতি দেয়া সম্ভব নয়।

এরপরও দুপুরে বিনা অনুমতিতে এলাকায় একটি মিছিল বের করে। সেই ঘটনার প্রেক্ষিতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয় পর্ণশ্রী থানায়।

বিভিন্ন সূত্রে অবগত হয়ে পুরো ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। পুলিশের পক্ষ থেকে রিপোর্ট পৌঁছানো হয় নির্বাচন কমিশনে।

খখ/প্রিন্স

আগেকরোনার টিকা উপহার নিয়ে ৫ দিনের সফরে ভারতীয় সেনা প্রধান
পরেপ্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে আজ ঢাকায় আসছেন জন কেরি