মুকুট ছিনিয়ে নেয়ায় গ্রেফতার সাবেক মিসেস শ্রীলঙ্কা!

মিসেস শ্রীলঙ্কা,মুকুট ছিনিয়ে,গ্ৰেফতার,পুলিশ

খাসখবর বিনোদন ডেস্ক : মিসেস শ্রীলঙ্কার মুকুট ছিনিয়ে নিয়ে আহত করার ঘটনায় সাবেক মিসেস শ্রীলঙ্কাকে গ্ৰেফতার করেছে পুলিশ।

thai foods

গেল ৩ এপ্রিল (রোববার) কলম্বোর একটি থিয়েটারে ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে অনুষ্ঠানে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়।

ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। এ ঘটনায় ডি সিলভা মাথায় আঘাত পেয়েছেন।

ঘটনা পুরস্কারের মঞ্চে থেমে নেই। আইনের আশ্রয় নিয়েছেন পুষ্পিকা ডি সিলভা। তাকে সহায়তায় এগিয়ে এসেছেন পুলিশ। পুষ্পিকার সঙ্গে অসদাচরণের জন্য দুই আসর আগের বিজয়ী ক্যারোলিন জুরিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

৮ এপ্রিল (বৃহস্পতিবার) শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ খবর জানায় বিবিসি। ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্র’কেও গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে রোববার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে। আগামী ১৯ এপ্রিল তাদের জামিনের শুনানি হবে। এদিকে গ্ৰেফতার হওয়া সাবেক মিসেস শ্রীলঙ্কা

ক্যারোলিন জুরির দাবি পুষ্পিকা খেতাবের যোগ্য নন কারণ তিনি ডিভোর্সি পুষ্পিকার দাবি, তাদের বিবাহ বিচ্ছেদ হয় নাই তারা আলাদা থাকেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে পুষ্পিকা কে মিসেস

শ্রীলংকার খেতাবটি ফিরিয়ে দেন আয়োজকরা।

খখ/মো মি

আগেশ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষণা,তিন নতুন মুখ-বাদ সৌম্য
পরেফটিকছড়িতে মাটিচাপায় তরুণ মৃত্যু