রংপুরে আওয়ামী লীগ কমিটি বিলুপ্ত

২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

খাসখবর রাজনীতি ডেস্কঃ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ঠ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সভাপতির প্রদত্ত ক্ষমতাবলে রংপুর জেলা ও মহানগর শাখা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।’

‘ড. দেলোয়ার হোসেনকে রংপুর মহানগর শাখার আহ্বায়ক এবং আবুল কাশেমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া এ কে এম শাহাদাত হোসেন বকুলকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং মাজেদ আলী বাবলুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে— বলেন ওবায়দুল কাদের।

বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি দেওয়ার বিষয়টি অনুমোদন করে চিঠি ইস্যু করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

খখ/মো মি

আগেব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির পদত্যাগী এমপি আবদুস সাত্তার ভূইয়া
পরে“শেখ হাসিনার নেতৃত্বে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ”- তথ্যমন্ত্রী