পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাসখবর ফটিকছড়ি ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বাড়ির পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ১০ বছর বয়সী শিশু মো. অভি।

thai foods

আজ শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার জাপতনগর ইউনিয়নের জাঁহানপুর লতিফ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু একই এলাকার প্রবাসী রহিম উল্লাহর ছেলে বলে জানা গেছে।

জানা যায়, অভি বাড়ির সামনে পুকুরের পাশে বল নিয়ে খেলা করছিল। খেলার কোনো এক সময় বলটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে বলটি তুলতে গেলে পানিতেই ডুবে যায় শিশুটি।

দীর্ঘক্ষন শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই পরিবারের লোকজন। পরে লাশটি উদ্ধার করা হয়েছে জানায় একই গ্রামের বাসিন্দা শাহ আলম।

এদিকে শিশু অভির এমন মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

খখ/প্রিন্স

আগেজাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার আর নেই
পরেপটিয়ায় হেফাজতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করল পুলিশ