নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে একুশের বইমেলা

একুশের, বইমেলা,করোনা,ভাইরাস,সংস্কৃতি,মন্ত্রণালয়

খাসখবর সাহিত্য ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি হওয়ায় নির্ধারিত সময়ের দু’দিন আগেই ১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা।

thai foods

শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা ছিল।

সাধারণত প্রতি বছরের ১ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়ে চলে পুরো মাস। এবার করোনাভাইরাস মহামারির কারণে শুরু থেকেই অনিশ্চয়তায় পড়ে বইমেলা।

করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছর একুশে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার কথা উঠেছিল। পরে অনিশ্চয়তার রেশ কাটিয়ে গত ১৮ মার্চ উদ্বোধন করা হয় ৩৭তম অমর একুশে বইমেলার।

বইমেলা শুরুর পর থেকে মেলায় তেমন কোন বইপ্রেমীদের ভিড় ছিল না চোখে পড়ার মতো। এবারের বইমেলায় করোনা প্রাদুর্ভাবের কারণে মেলার আয়তনও বৃদ্ধি করা হয়েছে।

১৮ মার্চ উদ্বোধন হওয়ার পরে থেকে মেলা ছিল ক্রেতাবিহীন। তবে ছুটির দিনগুলোতে কিছুটা ক্রেতাদের আনাগোনা ছিল। বই কিনছেন বইপ্রেমীরা।

গত ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশে শুরু হয় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন। এরপর থেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে বই প্রকাশকরা।

তাদের দাবি এবারের বই মেলায় তাদের আশানুরূপ বই বিক্রি হয়নি। তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন থেকেই তারা শঙ্কা করছিল নির্ধারিত সময়ের আগেই বইমেলা বন্ধ হয়ে যাওয়ার। তাদের সেই আশঙ্কাই আজ সত্যি হলো।

খখ/মো মি

আগেটিসিবির পণ্য মিলল স্টেডিয়ামের সিঁড়ির নিচে!
পরেকরোনা টিকা নেয়ার আগে-পরে কি খাবেন?জেনে নিন