চট্টগ্রামে হেলে পড়েছে ৫ তলা ভবন,সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

ভবন,হেলে পড়ে, এনায়েতবাজার, গোয়ালপাড়া, পুলিশ,ফায়ার সার্ভিস,
সংগৃহিত ছবি

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এনায়ত বাজারস্থ গোয়াল পাড়ায় ৫ তলা একটি ভবন হেলে পড়েছে।

thai foods

আজ শনিবার (১০ এপ্রিল) রাত ১০টার সময় ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ।

পরে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনে খবর দেয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর উদ্ধারকারী দল।

পুলিশ ও স্থানীয়দের সহায়তা নিয়ে এনায়েত বাজারের গোয়ালপাড়াস্থ জনৈক কার্তিক ঘোষের মালিকানাধীন ৫ তলা ভবনের বাসিন্দাদের অন্যত্র নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন। তিনি বলেন, গোয়ালপাড়া এলাকায় রাত সাড়ে ১০টার সময় একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

রাত সাড়ে ১০টার সময় ফায়ার সার্ভিস উদ্ধার টিম ও সিটি কর্পোরেশন পৌছেছে। তারা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ ওই ভবনের বাসিন্দাদের মালামাল যাতে চুরি না হয় সে লক্ষ্যে পুরো ভবনটি ঘিরে রেখেছে।

স্থানীয়রা জানায় ওই ভবনটির মালিক জনৈক কার্তিক ঘোষ। এনায়েতবাজারস্থ ওই ভবনটিতে বর্তমানে তার ৫ ছেলে ও তাদের পরিবার বসবাস করেন। সম্প্রতি ভবনটির পাইলিং এর কাজ করতে গিয়ে এটি হেলে পড়ে।

খখ/প্রিন্স

আগেকরোনা টিকা নেয়ার আগে-পরে কি খাবেন?জেনে নিন
পরেকরোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ২ লাখ জন!