খাসখবর মহামারী চট্টগ্রাম : চট্টগ্রামে উর্ধ্বমুখী করোনা। আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে হু হু করে। করোনা আক্রান্ত রোগীদের মধ্য থেকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।
এদিন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল চারশরও উপরে। করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৩১ জনের দেহে। আর এর মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৪৫ হাজার।
মঙ্গলবার (১৩ এপ্রিল ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয় গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরো ৫ জন করোনায় মারা গেছেন।
এদিন ২ হাজার ৬২১টি নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮ ল্যাবে। এতে নতুন করে ৪৩১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ৩৬২ জন এবং বাকি ৬৯ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫ হাজার ২৯১ জন।
খখ/প্রিন্স