মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে ৩টা পর্যন্ত

লকডাউন, বন্ধ, ব্যাংক, আর্থিক, প্রতিষ্ঠান

খাসখবর জাতীয় ডেস্ক : সরকার ঘোষিত কঠোর লকডাউনে টানা বন্ধের জন্য বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মতে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। আর ব্যাংক খোলা রাখা হবে বিকেল ৫টা পর্যন্ত।

thai foods

এ বিষয়ে সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকেরা বেলা তিনটা পর্যন্ত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।

দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এ প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ এপ্রিল থেকে ৭ দিন দেশের সব অফিস-আদালত, শপিংমল, দোকানপাট, হাটবাজার, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে সবধরনের গণপরিবহন চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে পোশাক কারখানা স্বাস্থ্যবিধি মেনে চালু রাখা যাবে।

এদিকে ১৪ থেকে ২১ এপ্রিল ব্যাংক বন্ধ থাকার কারণে এ সময়ে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপন জারি করেছে।

বর্তমানে বেশির ভাগ ব্যাংকের কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা ও কিছু ব্যাংক থেকে বেশি অর্থ উত্তোলন করা যায়। নিজ ব্যাংকের বুথ ও অন্য ব্যাংকের বুথ থেকে একই সীমা প্রযোজ্য হবে।

খখ/মো মি

আগেটিকা কিনতে ৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
পরেডক্টরেট ডিগ্রি পেলেন কন্ঠশিল্পী মমতাজ