চট্টগ্রামে একদিনে ৪১৭ করোনা রোগী শনাক্ত,মৃত্যু ২

চট্টগ্রাম করোনা আক্রান্ত শনাক্ত লাফ
thai foods

খাসখবর মহামারী চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৪১৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে দুজন মৃত্যু বরণ করার তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন।

thai foods

বুধবার (১৪ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এতে ২ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১৭ জন। আক্রান্তদের মধ্যে নগরে ৩০৬ জন এবং উপজেলায় ১১১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৫ হাজার ৭০৮ জন। এসময়ে করোনায় ২ জন মৃত্যুবরণ করেছেন।

খখ/প্রিন্স

আগেলকডাউনে ১০টা থেকে ১টা খোলা থাকছে ব্যাংক
পরেজানেন কি, তরমুজের বীজের কত গুণ?