খাসখবর মহামারী চট্টগ্রাম : চট্টগ্রামে বুধবার পুরো দিনে নতুন করে করোনায় কেউ মারা না গেলেও শনাক্ত হয়েছে ৩৬৭ জন। আর তাতেই চট্টগ্রাম জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। মোট আক্রান্ত এখন ৪৬ হাজার ৭৫ জন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার হাসপাতাল ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৪৪২টি নমুনা পরীক্ষা করে ৩৬৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৯৩ জন নগরীর ও ৭৪ জন বিভিন্ন উপজেলার। এসময়ের মধ্যে নতুন করে কারো মৃত্যু হয়নি।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৮৫টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষা করে সবার নেগেটিভ আসে। এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোন নমুনা পরীক্ষা করা হয়নি।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।
খখ/প্রিন্স