জেনে রাখুন লকডাউনে কাদের মুভমেন্ট পাস’ লাগবে না

খাসখবর সারাদেশ ডেস্ক : সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এ বিধিনিষেধকে বলা হচ্ছে সর্বাত্মক লকডাউন।

thai foods

তবে ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালসহ জরুরি সেবা খাতগুলো খোলা রয়েছে। তাছাড়াও জরুরি প্রয়োজনে লকডাউন পরিস্থিতিতে বাইরে বের হওয়ার জন্য ‘মুভমেন্ট পাস’ সংগ্রহ করার নির্দেশনা দিয়েছে পুলিশ।

তবে শুধু পরিচয়পত্র প্রদর্শন করে মুভমেন্ট পাস ছাড়া কিছু পেশার লোকজন বাইরে চলাচল করতে পারবে বলে জানিয়েছে পুলিশ। এসব পেশার লোকজনদের চলাচলে বাঁধা দেবে না।

তবে তারা কারা,একনজরে দেখে নিন কোন কোন পেশার লোকজনের ক্ষেত্রে এই পাস নেওয়ার বাধ্যবাধকতা নেই।

ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ,
কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ,ব্যাংকার,ব্যাংকের অন্যান্য স্টাফ,সাংবাদিক,গণমাধ্যমের ক্যামেরাম্যান,টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী, বেসরকারি নিরাপত্তাকর্মী, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী,অফিসগামী সরকারি কর্মকর্তা, শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস,ডাকসেবা,বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা এবং বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তরা মুভমেন্ট পাস ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে লকডাউনে বাইরে চলাচল করতে পারবেন।

খখ/প্রিন্স

আগেলকডাউনে সাময়িক বন্ধ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র !
পরেকরোনায় দেশে মৃত্যু সংখ্যা ১০ হাজার পার,একদিনে ৯৪-শনাক্ত ৪১৯২