অজ্ঞাত মরদেহ ভেসে এল বাড়বকুণ্ড সাগর তীরে

সীতাকুণ্ড,বাড়বকুণ্ড,সাগর,লাশ,মরদেহ,ভেসে এল

খাসখবর সীতাকুণ্ড চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার সাগর উপকুলে ভেসে এল ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক মরদেহ। স্থানীয়রা লাশ দেখে খবর দেয় থানায়।

thai foods

আজ শুক্রবার জুমার নামজের পর উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেএমআই গ্যাস ফ্যাক্টরীর পিছন থেকে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক। তিনি বলেন স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি ধারণা করছেন এ নারীর মৃত্যু কয়েকদিন আগে অন্য কোথাও হয়েছে। সাগরে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটির মাথা ও শরীরের কয়েকটি অংশে ইতিমধ্যে পঁচন ধরেছে।

তাৎক্ষনিক লাশের কোন পরিচয় পাওয়া যায়নি এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে জানায় সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিক।

খখ/কেআইডি/প্রিন্স

আগেলকডাউনেও চসিকের জরুরি কাজ থেমে নেই,চলবে ক্রাশপ্রোগ্রাম-মেয়র
পরেলকডাউনের বিরোধিতা করছে বিএনপি : ওবায়দুল কাদের