দেশে করোনার টানা তৃতীয় সেঞ্চুরি,রেকর্ড মৃত্যু ১০২-আক্রান্ত ৩৬৯৮

করোনা আক্রান্ত দেশে শনাক্ত বাড়ছে ভাইরাস মহামারি

খাসখবর মহামারী বাংলাদেশ।। প্রাণঘাতী করোনা কেড়ে নিল আরো ১০২ প্রাণ। সারাদেশে মৃত্যুতে টানা তৃতীয়দিনের মত সেঞ্চুরি করেছে এ ভাইরাস। শুধু তাই নয়,একইসাথে দেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও সৃষ্টি হয়েছে নতুন করে।

thai foods

নতুন ১০২ জনের মৃত্যুতে দেশে এ পর্যন্ত করোনার বিষে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ হাজার ৩৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৯৮ জন মানুষ।

রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গেল শনিবার এবং শুক্রবার ১০১ জনের রেকর্ড মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তার আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন ৯৬ জনের মৃত্যু হয়েছিল।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় যে ১০২ জন মারা গেছে এরমধ্যে ৫৯ জন পুরুষ, ৪৩ জন নারী। এই ১০২ জনের মধ্যে ৯৭ জন মারা গেছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং বাকি পাঁচজন মারা গেছে বাড়িতে। দেশে মোট মৃত্যুর হারে ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৬২ জনই ষাটোর্ধ্ব, ২৩ জন ৫১ থেকে ৬০ বছর, ১৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং দুজন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যে ১০২ জন মারা গেছেন, তাদের ৬৮ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ২২ জন, রাজশাহীর তিনজন, খুলনার একজন, বরিশাল ও ময়মনসিংহে চারজন করে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৯২৮টি। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৪০৪টি নমুনা। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ

এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ১২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। সুস্থতার হার ৮৫ দশমিক ৫৩ শতাংশ।

খখ/প্রিন্স

আগেবিশেষ ফ্লাইটে সৌদি আরব ও ওমান গেলেন ৪৭৬ জন প্রবাসী কর্মী
পরেপটিয়া থানা ভাঙচুর মামলায় আরো একজন গ্রেফতার