বাকলিয়া থানার অভিযান: প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চোরাই মোটর সাইকেলসহ ২ চোর গ্রেফতার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতার মাদক কারবারিরা হলো
মোঃ আরমান (২৬), নুর আলম (৩৩) ও জাহাঙ্গীর আলম (৩২)।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ ওসি মো আফতাব হোসেন জানান, থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গত ২৩ ডিসেম্বর গভীর রাতে নতুন ব্রীজ গোলচত্ত্বর এলাকা হতে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমানকে, ২৬ ডিসেম্বর রাতে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর আলম (৩৩)কে এবং ২৭ ডিসেম্বর সন্ধ্যায় নতুন ব্রীজ গোলচত্ত্বর এলাকা হতে
জাহাঙ্গীর আলমকে ১০১০ (একহাজার দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা রুজু করা হয়েছে।

চোরাই মোটর সাইকেলসহ ২ চোর গ্রেফতার

বাকলিয়া থানা পুলিশ অপর একটি অভিযান চালিয়ে ১টি চোরাই মোটর সাইকেলসহ ২ জন জন চোরকে গ্রেফতার করেছে।

মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা হলো,
মোঃ সাকিব (২২) ও মোঃ রাশেদুল আলম প্রকাশ রাশেদ (৩০)।

২৬ ডিসেম্বর মধ্য রাতে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারস্থ এক্সেস রোড রাস্তার উপর থেকে সাকিব ও রাশেদুল আলমকে ১টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়েছে।

খখ/মো মি

আগেকোতোয়ালী থানার অভিযান: ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ কারবারি গ্রেফতার
পরে“জনগণ যাকে ভোট দেবে সেটাই মেনে নেবেন”-শেখ হাসিনা